ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার লেনদেনের শীর্ষস্থান দখল করেছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন লিমিটেড। আজ কোম্পানিটির ১৩১ কোটি ৫২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটি ৯৭ লাখ ৩৬ হাজার ৪৬৪টি শেয়ার হাতবদল করেছে।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে সাইফ পাওয়ারটেক লিমিটেড। কোম্পানিটির ২ কোটি ২৪ লাখ ৪১ হাজার ৪৫২টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১০০ কোটি ৬৩ লাখ টাকা।

বেক্সিমকো লিমিটেড তালিকার তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির ৬০  লাখ ৯৮ হাজার ৭৬৫টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৯০ কোটি ৪ লাখ টাকা।

লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ওরিয়ন ফার্মা, পাওয়ার গ্রীড, আরএকে সিরামিকস, জিপিএইচ ইস্পাত, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, প্যারামাউন্ট টেক্সটাইল ও ফরচুন সুজ লিমিটেড।

অর্থসূচক/এসএ/

 

The post লেনদেনের শীর্ষে বাংলাদেশ শিপিং কর্পোরেশন appeared first on Arthosuchak.