বোনাস লভ্যাংশ পরবর্তী মূল্য সমন্বয়ে দর বেড়েছে ইস্টার্ন লুব্রিকেন্টস লিমিটেডের শেয়ারে। বুধবার শেয়ারটির দর আগের দিনের চেয়ে ৪.৯৯ শতাংশ বেড়েছে।

ইস্টার্ন লুব্রিকেন্টস সাধারণ হিসেবে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ছিল সবচেয়ে বেশি দর হারানো কোম্পানি। ডিএসইতে এদিন শেয়ারটির দর ৪০১ টাকা ৩০ পয়সা  বা ১২.৫০ শতাংশ কমেছে। তবে ২০ শতাংশ বোনাস লভ্যাংশ পরবর্তী মূল্য সমন্বয় হিসাব করলে কোম্পানির শেয়ার দরের উল্টো চিত্র পাওয়া যায়।

সর্বশেষ হিসাব বছরের জন্য কোম্পানিটি ১৬০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ২০ শতাংশ বোনাস। আজ ছিল কোম্পানির রেকর্ড তারিখ পরবর্তী লেনদেন। রেকর্ড তারিখের আগে এই শেয়ারের ক্লোজিং মূল্য ছিল ৩ হাজার ২১০ টাকা ১০ পয়সা। ২০ শতাংশ বোনাস লভ্যাংশের কারণে সমন্বয় পরবর্তী মূল্য দাঁড়ায় ২ হাজার ৬৭৫ টাকা। এর বিপরীতে বুধবার ডিএসইতে শেয়ারটির ক্লোজিং মূল্য ছিল ২৮০৮ টাকা।  এ হিসেবে শেয়ারটির দর ১৩৩  টাকা ৭০ পয়সা বা ৪.৯৯ শতাংশ বেড়েছে।

অর্থসূচক/এসএ/

 

The post রেকর্ড ডেটের পর দর বেড়েছে ইস্টার্ন লুব্রিকেন্টসের appeared first on Arthosuchak.