স্টাফ রিপোর্টার : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবারও মূল্য সূচকের বড় উত্থানে লেনদেন শেষ হয়েছে। মঙ্গলবার ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৭ হাজার পয়েন্ট অতিক্রম করেছে।

মঙ্গলবার ডিএসইতে টাকার অংকে লেনদেন ১৯শ কোটি টাকার ঘর অতিক্রম করেছে। যা গত ৩ মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের বড় উত্থানে লেনদেন শেষ হয়েছে।

ডিএসই ও সিএসই জানায়, মঙ্গলবার ডিএসইতে ১ হাজার ৯৭৬ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যা গত ৩ মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন ডিএসইতে। এর আগে গত ১৩ অক্টোবর ডিএসইতে ১ হাজার ৯৫২ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

এদিন ডিএসইতে আগের দিন থেকে ৪৮৯ কোটি ৪৩ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। সোমবার ডিএসইতে লেনদেন হয়েছিল ১ হাজার ৪৮৭ কোটি ৪৫ লাখ টাকার।

মঙ্গলবার ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৫৪ পয়েন্ট বেড়ে  অবস্থান করছে ৭ হাজার ৪৯ পয়েন্টে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই৩০ সূচক ২০ পয়েন্ট বেড়েছে  এবং ডিএসইএস বা শরীয়াহ সূচক ১৫ পয়েন্ট বেড়েছে।

মঙ্গলবার ডিএসইতে মোট ৩৭৮টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৮৯টির, দর কমেছে ১৪৬টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৪৩টি কোম্পানির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। মঙ্গলবার সিএসই সার্বিক সূচক সিএসপিআই বেড়েছে ১৭১  পয়েন্ট। এদিন সিএসইতে ৬২ কোটি ৭০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।