স্টাফ রিপোর্টার : নতুন বছরের প্রথম কার্যদিবস চাঙাভাব নিয়ে পার করেছে দেশের শেয়ারবাজার। সূচকের বড় উত্থানে এদিন দেশের প্রধান শেয়ারবাজারে লেনদেন শেষ হয়েছে। বৃদ্ধি পেয়েছে লেনদেনে অংশ নেয়া ৭৮ শতাংশ কোম্পানির শেয়ার ও ইউনিট দর। তবে টাকার অংকে লেনদেন বৃহস্পতিবারের তুলনায় কম হয়েছে।

২০২২ সালে দেশের পুঁজিবাজারে লেনদেনের প্রথম কার্যদিবস ছিল রোববার। বছরের প্রথম দিনে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সব সূচকই আগের দিনের তুলনায় বেড়েছে। ডিএসইর প্রধান সূচক ৯৬ পয়েন্ট বেড়েছে। বর্তমানে ‘ডিএসই এক্স’ ৬ হাজার ৮৫৩ পয়েন্টে অবস্থান করছে।

বাছাই করা কোম্পানিগুলোর সূচক ‘ডিএসই ৩০’ বেড়েছে আগের দিনের তুলনায় ২৮ পয়েন্ট। আর শরীয়াহ ভিত্তিক কোম্পানিগুলো নিয়ে গঠিত ‘ডিএসই এস’ বেড়েছে ১৪ পয়েন্ট।

বছরের প্রথম দিন ডিএসইর সব সূচকের উত্থান হলেও লেনদেনের খরা এখনো কাটেনি। রোববার, ২ জানুয়ারি দেশের প্রধান শেয়ারবাজারে টাকার অংকে লেনদেনের পরিমাণ আগের কর্মদিবসের তুলনায় কমেছে। ডিএসইতে ৮৯৪ কোটি ১৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কর্মদিবসে (বৃহস্পতিবার) লেনদেন হয়েছিল ৯২১ কোটি ১৮ লাখ টাকার।

বছরের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে ৩৭৮টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব কোম্পানির মধ্যে ২৯৪টির শেয়ারদর বেড়েছে, কমেছে ৬৪টির। বাকি ২০টি কোম্পানির শেয়ারদর আজ অপরিবর্তিত ছিল।