স্টাফ রিপোর্টার : হামিদ ফেব্রিকস লিমিটেড দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর’২১-ডিসেম্বর’২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন বৃহস্পতিবার প্রকাশ করেছে। করোনাভাইরাসের প্রবল ধাক্কা কাটিয়ে লোকসান থেকে মুনাফায় ফিরেছে কোম্পানিটি। বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে আর্থিক প্রতিবেদন পর্যালোচনাতা প্রকাশ করা হয়।

কোম্পানি সূত্রে বৃহস্পতিবার জানা গেছে, কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১৫ পয়সা এবং তবে গত বছর একই সময়ে ৫৮ পয়সা লোকসান হয়েছিল।

হিসাব বছরের প্রথম দুই প্রান্তিক বা ৬ মাসে (জুলাই’২১-ডিসেম্বর’২১) কোম্পানির শেয়ারপ্রতি আয় হয়েছে ১৮ পয়সা। যা গত বছরের একই সময়ে ছিল ৯৭ পয়সা লোকসানে ছিল কোম্পানিটি। ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য ছিল ৩৭ টাকা ৯৭ পয়সা।