ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ মঙ্গলবার টপটেন লুজার বা দরপতনের শীর্ষে রয়েছে আইসিবি এএমসিএল থার্ড এনআরবি মিউচ্যুয়াল ফান্ড। আজ ইউনিটটির দর ৪০ পয়সা বা ৫.৪১ শতাংশ কমেছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটি সর্বশেষ ৭ টাকা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ২৩২ বারে ১৩ লাখ ৩০ হাজার  ১১২টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৯৪  লাখ ২০ হাজার টাকা।

লুজার তালিকার দ্বিতীয় স্থানে থাকা শেপার্ড ইন্ডাস্ট্রিজের ১ টাকা ৫০ পয়সা বা ৫.১২ শতাংশ দর কমেছে।

তালিকার তৃতীয় স্থানে থাকা রিলায়েন্স ওয়ান দ্য ফার্স্ট স্কিম অব রিলায়েন্স ইন্স্যুরেন্সের দর ৩০ পয়সা বা ২.৫০ শতাংশ কমেছে।

লুজার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো  হচ্ছে- সোনারগাঁও টেক্সটাইল, এমিটিবি, হামিদ ফেব্রিক্স, শাহজিবাজার পাওয়ার,মুন্নু ফেব্রিক্স, সিএপিএম আইবিবিএল মিউচ্যুয়াল ফান্ড।

অর্থসূচক/এসএ/

The post দরপতনের শীর্ষে আইসিবি এএমসিএল থার্ড এনআরবি মিউচ্যুয়াল ফান্ড appeared first on Arthosuchak.