ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শীর্ষ বাজারমূলধনধারী কোম্পানিগুলোর মূল্যসূচ ডিএস৩০ হালনাগাদ করা হচ্ছে। এই সূচক থেকে বাদ পড়ছে ৫টি কোম্পানি। এর বিপরীতে নতুন করে  ৫টি কোম্পানি যুক্ত হচ্ছে। আগামী রোববার (২৩ জানুয়ারি) এই পরিবর্তিত সূচক কার্যকর হবে।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

ডিএস-৩০ সূচকে নতুন যে পাঁচটি কোম্পানি যুক্ত হচ্ছে সেগুলো হলো ইসলামী ব্যাংক, আইএফআইসি ব্যাংক, ওরিয়ন ফার্মা, পাওয়ার গ্রিড ও ফরচুন সুজ।

ডিএস৩০ থেকে যে ৫টি কোম্পানি বাদ যাচ্ছে সেগুলো হলো- কনফিডেন্স সিমেন্ট, পূবালী ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, একমি ল্যাবরেটরিজ ও ইফাদ অটোস।

উল্লেখ, ডিএসইতে বাজারমূলধনে (Market Capital) বৃহত্তর ৩০ কোম্পানির তথ্য নিয়ে ডিএস৩০ গঠিত।

 

The post ডিএস৩০ সূচক থেকে ৫ কোম্পানি বাদ, যুক্ত হলো নতুন ৫টি appeared first on Arthosuchak.