শেয়ারবাজার প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ডরিন পাওয়ার জেনারেশন সিস্টেমস লিমিটেড চলতি ২০২১-২২ হিসাব বছরের ছয় মাসের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি মুনাফা বেড়েছে ২৬ শতাংশের বেশি।

কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

চলতি হিসাব বছরের ছয় মাসে (জুলাই-ডিসেম্বর) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪ টাকা ৮৬ পয়সা। যা গত বছরের একই সময়ে ছিল ৩ টাকা ৮৫ পয়সা। সে হিসেবে আলোচ্য সময়ে কোম্পানিটির মুনাফা বেড়েছে ১ টাকা ১ পয়সা বা ২৬ দশমিক ২৩ শতাংশ।

এদিকে চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৩৩ পয়সা। যা গত বছরের একই সময়ে হয়েছিল ২ টাকা ৫ পয়সা। সে হিসেবে আলোচ্য সময়ে কোম্পানিটির মুনাফা বেড়েছে ২৮ পয়সা বা প্রায় ১৪ শতাংশ।

গত ৩১ ডিসেম্বর ২০২১ শেষে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪৭ টাকা ৬৯ পয়সা।