স্টাফ রিপোর্টার : সম্প্রতি প্রাথমিক গণ প্রস্তাব (আইপিও) সম্পন্নকারী ইউনিয়ন ইন্সুরেন্স লিমিটেড ‘এন’ ক্যাটাগরীতে ১৬ জানুয়ারি পুঁজিবাজারে প্রথম শেয়ার লেনদেন শুরু করে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মাত্র ১১ টাকায় লেনদেন শুরু করে ৮ কার্যদিবসে দর উঠেছে ২১.২০ টাকায়।

তৃতীয় প্রান্তিকে কোম্পানির মুনাফা বাড়ায় আগ্রহেরে শীর্ষে রয়েছে প্রতিষ্ঠানটি। চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হয়েছে ৩৯ পয়সা। আইপিওর পরবর্তী শেয়ার হিসাবে কোম্পানিটির ইপিএস ২৩ পয়সা।

হিসাববছরের প্রথম তিন প্রান্তিক মিলিয়ে তথা ৯ মাসে (জানুয়ারি’২১-সেপ্টেম্বর’২১) ইপিএস হয়েছে ১ টাকা ৪৮ পয়সা। আইপিও পরবর্তী শেয়ার হিসাবে কোম্পানিটির ইপিএস ৮৯ পয়সা। যে কারণে আগ্রহের শীর্ষে থাকছে কোম্পানির শেয়ারপ্রতি দর।

আইপিওতে ইউনিয়ন ইন্স্যুরেন্সের শেয়ার অভিহিত মূল্য ১০ টাকায় বিক্রি হয়। ১১ টাকায় শেয়ার লেনদেন শুরু করে মঙ্গলবার (২৫ জানুয়ারি) ডিএসইতে ২১.২০ টাকায় দর অবস্থান নেয়।

ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৭১টির বা ১৮.৬৮ শতাংশ শেয়ার ও ইউনিট দর বেড়েছে। তারমধ্যে শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে ইউনিয়ন ইন্সুরেন্সের। একইভাবে মঙ্গলবারও সর্বোচ্চ দর বৃদ্ধির শীর্ষে রয়েছে কোম্পানিটি।

সোমবারের তুলনায় ৯.৮৪ শতাংশ দর বেড়ে শীর্ষ স্থান নিয়েছে ইউনিয়ন ইন্স্যুরেন্স। বস্ত্র ও প্রকৌশল কাতের বিশেষ প্রভাব থাকলেও ৮ কার্যদিবসে সর্বোচ্চ নেয়।

গত বছরের ২৪ জুন ১৯ কোটি টাকার বেশি তোলার অনুমোদন পায় কোম্পানিটি। আইপিও আবেদন চলে ২৬ থেকে ৩০ ডিসেম্বর।