ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ মঙ্গলবারও লেনদেনের শীর্ষস্থান দখল করেছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন লিমিটেড। আজ কোম্পানিটির ৯৮ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটি ৭০ লাখ ২০ হাজার ৩৯১টি শেয়ার হাতবদল করেছে।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে বেক্সিমকো লিমিটেড। কোম্পানিটির ৬৪ লাখ ৮৮ হাজার ২৪৮টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৯৫ কোটি ৪ লাখ টাকা।

সাইফ পাওয়ারেটেক লিমিটেড তালিকার তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির ১ কোটি ৭৬ লাখ ৩২ হাজার ৪৩৩টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৮৩ কোটি ৬০ লাখ টাকা।

লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- জিপিএইচ ইস্পাত, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, পাওয়ার গ্রীড, জিএসপি ফিন্যান্স, ফরচুন সুজ,আরএকে সিরামিকস ও প্যারামাউন্ট টেক্সটাইল লিমিটটেড।

অর্থসূচক/এসএ/

The post আজও লেনদেনের শীর্ষে বাংলাদেশ শিপিং কর্পোরেশন appeared first on Arthosuchak.